Ads Top

shokhir potro (James) - সখির পত্র বাংলা লিরিক্স

সখি পত্রের শুরুতে রইলো ভালবাসা...
বহুদিন পর লিখছি তোমায়
ভেবোনা করছি কিছু আশা...
পর সমাচার এই ..
আমি আছি ঠিক সেই..
শুনেছি তুমিও আছো বেশ ভালোই...
ভরা জোছনায় যাচ্ছো নিশি....
শুধু বদলেছে পাশে বসা সাথী..
আমি এখনো গান গাই এলোমেলো সেই ঝাঁকড়া চুলে..
গানের মাঝেই খুঁজি তোমায় ...
মনেরই অজান্তে.....
আর কি লিখি বলো.....
এবার বিদায়ের ক্ষন এলো
ভাল থেকো..
সুখে থেকো...
শুধু মনে রেখ...
ভালবাসতো তোমায় ....
একটি দুঃখী ছেলে.....

shokhir potro (James) - সখির পত্র বাংলা লিরিক্স

shokhi potro - সখির পত্র
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: ধোঁয়া

No comments:

Powered by Blogger.