Ads Top

palki (James) - ঘুমে ঘুমে পালকি চড়ে বাংলা লিরিক্স

ঘুমে ঘুমে পালকি চড়ে
যেতে হবে অন্ধ ঘরে
ঘরের ভেতর আলো নাই
আলো নাই
বন্ধু ভালো নাই
বোকা মানুষ শূন্য হাতে
শুয়ে মাটির বিছানাতে
অমাবস্যায় ভাল নাই
বন্ধু ভালো নাই…।
মাটির ঘরে অন্য জগত
রজনী সারাবেলা
জবাবদিহির আদালতে
ওপারের লীলাখেলা
অন্তরে ইবলিস
আগুনে তুই জ্বালিয়ে দিস
পেয়ে যাবি বিধাতার শুভাশিস
ঘুমে ঘুমে পালকি চড়ে
যেতে হবে অন্ধ ঘরে
ঘরের ভেতর আলো নাই
আলো নাই
বন্ধু ভালো নাই
বোকা মানুষ শূন্য হাতে
শুয়ে মাটির বিছানাতে
অমাবস্যায় ভাল নাই
বন্ধু ভালো নাই…।
বন্দী ঘরে পাপীর প্রতি
বিধাতার অবহেলা
আলোহীন নিথর দেহে
আঁধারের হোলিখেলা
অন্তরে ইবলিস
আগুনে তুই জ্বালিয়ে দিস
পেয়ে যাবি বিধাতার শুভাশিস
ঘুমে ঘুমে পালকি চড়ে
যেতে হবে অন্ধ ঘরে
ঘরের ভেতর আলো নাই
আলো নাই
বন্ধু ভালো নাই
বোকা মানুষ শূন্য হাতে
শুয়ে মাটির বিছানাতে
অমাবস্যায় ভাল নাই
বন্ধু ভালো নাই…।


palki (James) - ঘুমে ঘুমে পালকি চড়ে বাংলা লিরিক্স


palki
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: ধোঁয়া

No comments:

Powered by Blogger.