Ads Top

ore pagli (James) - ওরে পাগলী বাংলা লিরিক্স

অন্তর নামে এই যন্তর
ওরে পাগলী
তোরে দেখলেই
হয়ে যায় মন্থর..
অমবস্যায়
দেখি চাঁদের আলো
এই
পাগলা তোরে বাসেরে ভালো
তুই ছাড়া যোগফল
শূন্য
জীবনটাই অবান্তর
অন্তর
নামে এই যন্তর
ওরে পাগলী
তোরে দেখলেই
হয়ে যায় মন্থর..
কসম আকাশ আর
কসম মাটি
আর সব মিছে তুই
শতভাগ খাঁটি
তোর কথাতেই
বাজী রাখতে পারি
এই না জীবনের
প্রান্তর
অন্তর
নামে এই যন্তর
ওরে পাগলী
তোরে দেখলেই
হয়ে যায় মন্থর..


ore pagli (James) - ওরে পাগলী বাংলা লিরিক্স

Ore pagli
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: দহন শুধু তোমার জন্য

No comments:

Powered by Blogger.