dost dushmon (James) - দোস্ত দুশমন বাংলা লিরিক্স
একটাই মানুষ আমি
একটাই দেহ মন
একটাই পৃথিবীর বুকে
হলোনা রে কোনো আয়োজন
চুকে বুকে গেছে সকল প্রিয় জনের
সকল প্রয়োজন
চিনে গেছি আমি কে যে দোস্ত
কে যে দুশমন
দোস্ত দুশমন, দোস্ত দুশমন
মিথ্যে সান্তনা মিথ্যে আশ্বাস
মিথ্যে প্রেমের চুম্বন
দোস্ত দুশমন, দোস্ত দুশমন
আপনের চেয়ে পর ভালো
আরও ভালো সুন্দরবন।
তিলে তিলে জ্বলে আগুন
নেভে না যেন
উত্তর জানি না তার
মেলে না কেন
আগুন জ্বলে দ্বিগুণ
মানুষ রুপি সবাই শকুন
অসহ্য লাগে সবার কথা
যেন শব্দ দূষণ
চিনে গেছি আমি কে যে দোস্ত
কে যে দুশমন
দোস্ত দুশমন, দোস্ত দুশমন
মিথ্যে সান্তনা মিথ্যে আশ্বাস
মিথ্যে প্রেমের চুম্বন।
দিনে দিনে ক্ষয়ে গেছে
জীবনটাই আমার
দেখেনি তো কেউ দেখেনা
বুকে কষ্টেরই খামার
আগুন জ্বলে দ্বিগুণ
মানুষ রুপি সবাই শকুন
অসহ্য লাগে সবার কথা
যেন শব্দ দূষণ
চিনে গেছি আমি কে যে দোস্ত
কে যে দুশমন
দোস্ত দুশমন, দোস্ত দুশমন
মিথ্যে সান্তনা মিথ্যে আশ্বাস
মিথ্যে প্রেমের চুম্বন
দোস্ত দুশমন, দোস্ত দুশমন
আপনের চেয়ে পর ভালো
আরও ভালো সুন্দরবন।
একটাই মানুষ আমি
একটাই দেহ মন
একটাই পৃথিবীর বুকে
হলোনা রে কোনো আয়োজন
চুকে বুকে গেছে সকল প্রিয় জনের
সকল প্রয়োজন
চিনে গেছি আমি কে যে দোস্ত
কে যে দুশমন
দোস্ত দুশমন, দোস্ত দুশমন
মিথ্যে সান্তনা মিথ্যে আশ্বাস
মিথ্যে প্রেমের চুম্বন
দোস্ত দুশমন, দোস্ত দুশমন
আপনের চেয়ে পর ভালো
আরও ভালো সুন্দরবন।
dost dushmon
কথা - বিশু শিকদার
সুর - আরমান খান
সংগীত - গুরু জেমস্
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: দোস্ত দুশমন
No comments: