Ads Top

shajer belay (James) - সাঝের বেলায় বাংলা লিরিক্স

সাঝের বেলায়
প্রাণের ভেলায়
পারিস যদি আসিস।
আলো ছায়ায়
প্রেমের মায়ায়
একটু পাশে থাকিস।
সাঝের বেলায়
প্রাণের ভেলায়
পারিস যদি আসিস।
আলো ছায়ায়
প্রেমের মায়ায়
একটু পাশে থাকিস।
ভালবাসিস বন্ধু
আমারে
অন্তরেতে রাখিস,
ভাল থাকিস বন্ধু
দিবা-নীশি,
আমায় ভালবাসিস।
সাঝের বেলায়
প্রাণের ভেলায়
পারিস যদি আসিস।
আলো ছায়ায়
প্রেমের মায়ায়
একটু পাশে থাকিস।
আমায় ভেবে খুব নিশিতে
একলা একা জাগিস,
জোনাক হয়ে সারা নিশি
জলব পাশে জানিস
আমায় ভেবে খুব নিশিতে
একলা একা জাগিস,
জোনাক হয়ে সারা নিশি
জলব পাশে জানিস।
ভালবাসিস বন্ধু
আমারে অন্তরেতে রাখিস,
ভাল থাকিস বন্ধু
দিবা নীশি, আমায় ভালবাসিস।
হাজার ফুলের পরাগ নিয়ে
অঙ্গে সুভাস মাখিস,
ভ্রমর হয়ে যাব
ছো ইয়ে, চুপটি করে হাসিস।
হাজার ফুলের পরাগ নিয়ে
অঙ্গে সুভাস মাখিস,
ভ্রমর হয়ে যাব
ছো ইয়ে, চুপটি করে হাসিস।
ভালবাসিস বন্ধু
আমারে
অন্তরেতে রাখিস,
ভাল থাকিস বন্ধু
দিবা নীশি,
আমায় ভালবাসিস।
সাঝের বেলায়
প্রাণের ভেলায়
পারিস যদি আসিস।
আলো ছায়ায় প্রেমের মায়ায়
একটু পাশে থাকিস।
সাঝের বেলায়
প্রাণের ভেলায়
পারিস যদি আসিস।
আলো ছায়ায় প্রেমের মায়ায়
একটু পাশে থাকিস।
ভালবাসিস বন্ধু আমারে
অন্তরেতে রাখিস, ভাল থাকিস বন্ধু
দিবা নীশি, আমায় ভালবাসিস।
ভালবাসিস বন্ধু আমারে
অন্তরেতে রাখিস, ভাল থাকিস বন্ধু
দিবা নীশি, আমায় ভালবাসিস।


shajer belay (James) - সাঝের বেলায় বাংলা লিরিক্স

shajer belay
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: দোস্ত দুশমন

No comments:

Powered by Blogger.