Ads Top

cholei jetam (James) - আমি'তো চলেই যেতাম বাংলা লিরিক্স

আমি'তো চলেই যেতাম
চলেই যেতাম
তোমার জীবন থেকে
জানিনা কিসের মায়াজালে
আবারও মনে নিলে নিজেকে
বহুবার ভাবছি, কেনো আমি ফিরছি
পাচ্ছি না উত্তর তার ??
একি সান্তি, নাকি শাস্তি, নাকি নতুন
কোনো খেলা বিধাতার "
বহুবার ভাবছি, কেনো আমি ফিরছি
পাচ্ছি না উত্তর তার ??
আমি আসছি, নিয়ে আসছি এক বুক ব্যাথা... আরেক
কষ্টের কারাগার !!
চলেই যেতাম, চলেই যেতাম... তোমার জীবন থেকে
জানিনা কিসের মায়াজালে আবারও নিলে নিজেকে
আরে জীবন আমার এত কঠিন হয়ে যাবে
বুঝেনি'তো আগে
সুরের গলায় অ'সুর বাঁধন কেনো জানি
পড়ে গেলো ভাগে
তাই আগুন জ্বলা, কিছু নিংস্বাস নিয়ে
বিংস্বাস করি এপার- ওপার !!
বহুবার ভাবছি, কেনো আমি ফিরছি
পাচ্ছি না উত্তর তার ??
একি সান্তি, নাকি সাস্তি, নাকি নতুন
কোনো খেলা বিধাতার "
বহুুবার ভাবছি, কেনো আমি ফিরছি
পাচ্ছি না উত্তর তার ??
আমি আসছি, নিয়ে আসছি এক বুক ব্যাথা... আরেক
কষ্টের কারাগার !!
চলেই যেতাম, চলেই যেতাম... তোমার জীবন থেকে
জানিনা কিসের মায়াজালে আবারও নিলে নিজেকে


cholei jetam (James) - আমি'তো চলেই যেতাম বাংলা লিরিক্স

cholei jetam
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: দোস্ত দুশমন

No comments:

Powered by Blogger.