ishane jobor megh (James) - ঈশানে জবর মেঘ বাংলা লিরিক্স
ঈশানে জবর মেঘ
বাতাসের বড়ই বেগ
কখন জানো ক্ষেপে উঠে
কালবৈশাখী ঝড়
ঝড় বুঝি ভালবেসে
হারাইছে অন্তর
ঝড় বুঝি ভালবেসে
হারাইছে অন্তর…।
নদী উঠে ফুলে ফেঁপে
গর্জনে মাটি কাঁপে
গাছের ডালে ভাঙে
পাখির ঘর
ঝড় বুঝি ভালবেসে
হারাইছে অন্তর
ঝড় বুঝি ভালবেসে
হারাইছে অন্তর…।
ধুলো হাটে পথে পথে
বিজলী ছোটে সাথে সাথে
আসমান করে
বৃষ্টিরে পর
ঝড় বুঝি ভালবেসে
হারাইছে অন্তর
ঝড় বুঝি ভালবেসে
হারাইছে অন্তর…
ishane jobor megh
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: দোস্ত দুশমন
No comments: