আমি ভাসবো যে স্রোতে তোমায় ভাসাবো সে স্রোতে আমি ডুববো যে জলে তোমায় ডোবাবো সে জলে একটি নাওয়ে দুইটি পাখি প্রেম যমুনার কোলে হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যথা ভুলে পুড়বো যে আগুনে তোমায় পুড়াবো সে আগুনে আমি উড়বো যে বাতাসে তোমায় উড়বে সে বাতাসে একটি নাওয়ে দুইটি পাখি প্রেম যমুনার কোলে হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যথা ভুলে ভাসবো ডুববো স্রোতে স্রোতে জলে জলে..। যে স্বপ্ন দেখবো আমি সেই স্বপ্ন দেখবে তুমি যে ঘর বাধবো আমি সেই ঘরে থাকবে তুমি আমি কাদবো যে দুঃখে তোমায় কাদাবো সে দুংখে আমি হাসবো যে সুখে তোমায় হাসাবো সে সুখে একটি নাওয়ে দুইটি পাখি প্রেম যমুনার কোলে হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যথা ভুলে..।
ami vashbo (James) - আমি ভাসবো যে স্রোতে বাংলা লিরিক্স
Reviewed by H S
on
3:02 AM
Rating: 5
No comments: