Ads Top

ei raat (James) - এই রাত আর কারো নয় বাংলা লিরিক্স

ছলনার বালুচরে
বুঁনেছি আমি
একটি স্বপ্ন
জ্বালিয়েছি শিখা
এই পূর্ণিমায়
এই রাত তোমার
আমার……..
এই রাত আর কারো নয়।
এই রাতে জন্ম নেবে
তোমার আমার একটা নি:শ্বাস
এই রাতে ছুঁয়ে যাবে
তোমার আমার সকল উচ্ছাস
এই রাতে ছুঁয়ে যাবে
এই রাত তোমার
আমার……..
এই রাত আর কারো নয়।
বুকেরই চিলেকোঠায়
বেঁচে আছি নীরবে আমি
জেগে আছি আজ ও
সেই চেনা পথ ধরে
এই রাত তোমার
আমার……..
এই রাত আর কারো নয়।
আ লা লা লা
এই রাতে সাজিয়ে দেব
আঁধার রাতের জোনাকির আলোয়
এই রাতে হারিয়ে যাব
তোমার আমার এই পথচলায়
এই রাত তোমার
আমার……..
এই রাত আর কারো নয়।

ei raat (James) - এই রাত আর কারো নয় বাংলা লিরিক্স

Ei raat
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: টোন অ্যান্ড টিউন

No comments:

Powered by Blogger.