adalot (James) - আদালতে দেখা হবে বাংলা লিরিক্স
অন্ধরসে করিস রে তুই,
জনে জনে কানাকানি।
তোর আমার এই কলোহল
বুঝি হল জানাজানি!
কার কাচে তুইই করবি নালিশ,
বল কার খেয়ালে বসবে শালিস?!
আদালতে দেখা হবে,
কথা হবে তখন!
এই কলহ, এই বিষাদে,
হয় আপোসে, নাহয় দোষে!
আজকে যাকে; বন্ধু ভাবিস
সে কখন শত্রু হয়.
শত্রু চেনার, বন্ধু চেনার
আছে কি কোনো উপায়?!
উকিল-নোটিশ পৌঁছে যাবে
যার যার ঠিকানাই!
অত্যাচারী চিন্তায় এখন কি হবে আর কি উপায়???!
কার কাছে তুইই করবি নালিশ?!
বল কার খেয়ালে বসবে শালিস??
আদালতে দেখা হবে, কথা হবে তখন!
এই কলহ, এই বিষাদে!
হয় আপোষে, নাহয় দোষে!
কার কাছে তুই করবি নালিশ?
বল কার খেয়ালে বসবে শালিস???
আদালতে দেখা হবে কথা হবে তখন...
adadlote dekha hobe
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: টোন অ্যান্ড টিউন
No comments: