noshtalagia (James) - ভীষণ ভাবে তোমাকে - নস্টালজিয়া বাংলা লিরিক্স
ভীষণ ভাবে তোমাকে পড়ছে মনে
একটু কি জল গড়ালো চোখের কোণে?
ভীষণ ভাবে তোমাকে পড়ছে মনে
একটু কি জল গড়ালো চোখের কোণে?
ও বন্ধু তোমার বন্ধুত্বের দোহাই
শুধু ফিরে এসো পুরোনো জীবনে
ভীষণ ভাবে তোমাকে পড়ছে মনে
একটু কি জল গড়ালো চোখের কোণে?
খেয়ালি তুমি চিরকাল একটু বেশি
এক চিলতে অপরাধ ভাবলে বেশি
খেয়ালি তুমি চিরকাল একটু বেশি
এক চিলতে অপরাধ ভাবলে বেশি
আমিও তখন পারিনি মানিয়ে নিতে
বুঝেছি যখন তুমি নেই সেই লগনে
ভীষণ ভাবে তোমাকে পড়ছে মনে
একটু কি জল গড়ালো চোখের কোণে?
স্মরণ করো সেইসব স্বপ্নেরও দিন
আর কাছে আন নেই কি অনাদায়ী ঋণ
স্মরণ করো সেইসব স্বপ্নেরও দিন
আর কাছে আন নেই কি অনাদায়ী ঋণ
আবারো চলো ফিরে যাই অতরান্তে
সেই চেনা পথ হৃদয়ে…
noshtalagia
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: যন্ত্রণা
No comments: