banglar latiyal - baluchor (James) - বাংলার লাঠিয়াল বাংলা লিরিক্স
পদ্মার বুকে দেখো ঝিকিমিকি করে ওঠে… ঝিকিমিকি করে ওঠে বালুচর
দেখো বুকের ভিতর চিতা হুংকার দিয়ে ওঠে… হুংকার দিয়ে ওঠে যদি আমার
বলে, আজগর মাতবর কতবার ছেড়েছি ছাড়বোনা এবার
বাংলার লাঠিয়াল!!!
পদ্মার বুকে দেখো ঝিকিমিকি করে ওঠে… ঝিকিমিকি করে ওঠে বালুচর
দেখো বুকের ভিতর চিতা হুংকার দিয়ে ওঠে… হুংকার দিয়ে ওঠে যদি আমার
বলে, আজগর মাতবর কতবার ছেড়েছি ছাড়বোনা এবার
বাংলার লাঠিয়াল!!!
দেখো দখলের লড়াইয়ে জড়ো হয় কারবালা…জড়ো হয় কারবালা প্রান্তর
লুঙ্গী মার কাছা, কোমরে গামছা প্যাচা
হাতে লাঠি ছোটাছুটি, লাঠি লাঠি টোকাটুকি
আজগর মাতবর কতবার ছেড়েছি ছাড়বোনা এবার
বাংলার লাঠিয়াল!!!
হাঁকে দুই দল, “খবরদার এক পা এগুবিনা আর!”
ওদের চোখে খুন, রক্তে ফ্লুটাস কালো, চিৎকার বিকট ভায়াল।
আজগর মাতবর কতবার ছেড়েছি ছাড়বোনা এবার
বাংলার লাঠিয়াল!!!
চৌদ পুরুষের পেশায় ওরা যোদ্ধা পুরুষ
ওরা কৃতদাস, ওরা জোদ্দারের কৃতদাস
ওরা কৃতদাস, ওরা জোদ্দারের কৃতদাস
বাংলার লাঠিয়াল!!!
বাংলার লাঠিয়াল!!!
বাংলার লাঠিয়াল!!!
bangla latiyal/baluchor
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: ক্যাপ্সুল ৫০০ মি.গ্রা.
No comments: