ami o adhar (James) - আমি ও আঁধার বাংলা লিরিক্স
নিশ্চুপ এই রাতে
ছায়া ছায়া এই ঘরে
শুধু আমি একা
আমি একা
স্বপ্নিল সম্মোহনে চেয়ে দেখি আকাশে
চাঁদর টেনেছে মেঘেরা
ভেজা ভেজা জোছনাতে
দুঃখগুলো
অচেনা লাগে
অস্থিরতা বাড়তে থাকে
মনের অজান্তে
তখনি ভাবনা গুলো
জড়ো হয় মনের একান্তে
একাকিত্যের যন্ত্রণাতে
গিটারটা হাতে
মাঝে মাঝে মিড স্কেলে
কোনও সুর নিজেই তুলি
আবার নিজেই ভুলে যেতে চাই
কবিতা লেখা হবে না
ও সুরে
অগোছালো জীবনের
নষ্ট কবিতার মতো
কিছু স্মৃতি থেকে যায়
যাকে কষ্ট বলা যায় না
আবার না বলেও পারিনা
না পাওয়ার
মাঝখানে না পাওয়ার
কষ্টটা একাকার
নিভৃতেই গোপনেই
জমানো দুঃখটা
বেড়িয়ে আসতে থাকে
ami o adhar
শিল্পীঃ জ়েমস
কথাঃ প্রিন্স মাহমুদ
মিক্সড অ্যালবাম: শক্তি
No comments: