janala vora akash (James) - জানালা ভরা আকাশ বাংলা লিরিক্স
এই শহরের কত শত অট্টালিকার ফাঁকে
আমার জানালা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশ
আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস
এখন রাত জেগে জানালায় মাথা রেখে
তুমিও কি দেখছো আকাশ আমারই মত
আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস
নির্জন এই রাতে ও-চাঁদ প্রিয় চাঁদ
কিছু ঘুম দাও না এনে আমার দু'চোখে
আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস
janala vora akash
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: শক্তি
No comments: