bashi moto (James) - তোমাকে বাঁশির মত বাজাই বাংলা লিরিক্স
তোমাকে বাঁশির মত বাজাই
পাথর দলা কাদা মাটি দিয়ে
ইচ্ছে মতো গড়ি আবার
ইচ্ছে মতো ভেঙে ফেলি!
কাছের পলক কাঁচের মতো
শঙ্খ বাজে পূজার মতো,
সাজিয়ে দেয় তোমাকে-আমাকে
ইচ্ছে মতো গড়ি আবার
ইচ্ছে মতো ভেঙেও ফেলি!
সুখের পাশে একটু দূরে
তুমি আমি কোন সুদূরে,
হারিয়ে যাই দু'জনে দু'জনায়
ইচ্ছে মতো গড়ি আবার
ইচ্ছে মতো ভেঙেও ফেলি!
তোমাকে বাঁশির মত বাজাই
পাথর দলা কাদা মাটি দিয়ে
ইচ্ছে মতো গড়ি আবার
ইচ্ছে মতো ভেঙে ফেলি!
tumake bashi moto bajai
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: সোনালি বিকেল
No comments: