Ads Top

eka (James) - আসবার কালে আসলাম একা বাংলা লিরিক্স

আসবার কালে আসলাম একা
যাইবার কালে যাব একা
মাঝে মাঝে মনরে বলি
চক্ষু মেইলা কি দেখলা
মন বলে দুনিয়াদারী
রকমারি এক খেল
পৃথিবীটা মানুষেরই
দুই দিনেরই এক জেল
সেই জেলেরই জেলার একজন
নারেন কলকাঠি
তাহার হুকুম না মানিলে
সব কিছুই তো হয় মাটি
মন বলে দুনিয়াদারী
রকমারি এক খেল
পৃথিবীটা মানুষেরই
দুই দিনেরই এক জেল
দিন ভিক্ষারি আমি একজন
আসায় তার থাকি
দেয়না দেখা কয়না কথা
শুভঙ্করের ফাঁকি
মন বলে দুনিয়াদারী
রকমারি এক খেল
পৃথিবীটা মানুষেরই
দুই দিনেরই এক জেল

eka (James) - আসবার কালে আসলাম একা বাংলা লিরিক্স


No comments:

Powered by Blogger.