তুমি বলো বৃষ্টি পড়ছে তুমি হাসো তাই দেখে কেনো বুঝিনা আমি বলি আকাশ কাঁদছে আকাশেরও আছে দুঃখ কিছু না বলা কথা বোঝাতে পারিনা তোমায় তাই স্বপ্ন আমার হয়না রঙিন থেকে যায় সাদা কালো সূর্যের অপমানে আকাশে যখন জমে কালো মেঘ আমি বলি আকাশ বিরহে কাঁতর পেতে চায় মাটির আদর বোঝাতে পারিনা তোমায় তাই স্বপ্ন আমার হয়না রঙিন থেকে যায় সাদা কালো বজ্রের হুংকারে আকাশ যখন লুকায় মাটিতে আমি বলি আকাশ স্বপ্ন দেখে মাটিকে বু্কে রেখে বোঝাতে পারিনা তোমায় তাই স্বপ্ন আমার হয়না রঙিন থেকে যায় সাদা কালো
shada kalo (James) - সাদা কালো বাংলা লিরিক্স
Reviewed by H S
on
8:12 AM
Rating: 5
No comments: