Ads Top

betha (James) - ব্যথার তোপধ্বনি বাংলা লিরিক্স

শান্ত দিঘীর জলে
একটা পাথর ছুড়ে মারলে
যেমন নাচে দিঘী...
তেমন আমায় নাচালে
জীবন মাঝপথে বুকের মাঝে টেনে নিয়ে
পুরনো জামার মতো
আস্তাকুড়ে ছুড়ে ফেললে...
বুক পিঠ নেই যার
নিজেকে প্রমাণ করলে...
পোষাকের মতো করে
মন কে কেন বদলাও !
প্রিয়তমা...
তুমি শুনতে কি পাও ?
এই বুকের তোপধ্বনি ব্যথা
এসে কমিয়ে দাও ।
কোলাহল কুতসিত মানুষেরই ভিড়ে
তুমিও তাদেরই একজন আপন নীড়ে
প্রিয়তমা...
তুমি শুনতে কি পাও ?
এই বুকের তোপধ্বনি ব্যথা
এসে কমিয়ে দাও ।
দুষ্টু ক্ষত রেখে মনের মধ্যখানে
বুঝবেই...বুঝবে সুখ নেই পলায়নে
প্রিয়তমা...
তুমি শুনতে কি পাও ?
এই বুকের তোপধ্বনি ব্যথা
এসে কমিয়ে দাও ।

betha (James) - ব্যথার তোপধ্বনি বাংলা লিরিক্স

No comments:

Powered by Blogger.