noy choy (James) - নয় ছয় তোর সবকিছুতে নয় ছয় বাংলা লিরিক্স
ওরে এমন কেন করলিরে তুই
মুখে মুখে হলাম এক অন্তরেতে দুই (২)
তোর সবকিছুতে নয় ছয়
এই জ্বালা কি প্রাণে সয়
এমন করলে বলো সখী
প্রেম কেমনে হয় (২)
এমন কেন করলিরে তুই
মুখে মুখে হলাম এক অন্তরেতে দুই
মুখে বলিস তোর লক্ষ হাজার আদর চাই
দিলে বলিস এতো নেবার সময় নাই(২)
তোর সবকিছুতে নয় ছয়
এই জ্বালা কি প্রাণে সয়
এমন করলে বলো সখী
প্রেম কেমনে হয়(২)
এমন কেন করলিরে তুই
মুখে মুখে হলাম এক অন্তরেতে দুই
মুখে বলিস তোরেই শুধু ভালোবাসি
ডাকলে কাছে বলিস কী করে আসি(২)
তোর সবকিছুতে নয় ছয়
এই জ্বালা কি প্রাণে সয়
এমন করলে বলো সখী
প্রেম কেমনে হয়(২)
এমন কেন করলিরে তুই
মুখে মুখে হলাম এক অন্তরেতে দুই
ওরে এমন কেন করলিরে তুই
মুখে মুখে হলাম এক অন্তরেতে দুই
তোর সবকিছুতে নয় ছয়
এই জ্বালা কি প্রাণে সয়
এমন করলে বলো সখী
প্রেম কেমনে হয় (২)
সবকিছুতে নয় ছয়
এই জ্বালা কী প্রাণে সয়
এমন করলে বলো সখী
প্রেম কেমনে হয় (২)
তোর সব কিছুতে নয় ছয়
এই জ্বালা কী প্রাণে সয়
এমন করলে বলো সখী
প্রেম কেমনে হয়...
No comments: