brishti (James) - বৃষ্টির জলে ভিজেছে বাংলা লিরিক্স
বৃষ্টির জলে ভিজেছে
ছিঁড়েছে তোমার শেষ চিঠিটা
অজানায় হারিয়েছে চিঠির কথা!
বৃষ্টির জলে ভিজেছে
ছিঁড়েছে তোমার শেষ চিঠিটা
অজানায় হারিয়েছে চিঠির কথা!
কি করে জানাব বল
হয়নি জানা ছেঁড়া চিঠির কথা!
ঠিকানা বদল হয়েছে তোমার
তাই আসে ফিরে চিঠি আমার
আমিতো আছি আগেরই ঠিকানায়
আসেনা কেন চিঠি তোমার!
কি করে জানাব বল
হয়নি জানা ছেড়া চিঠির কথা!
বৃষ্টির জলে ভিজেছে
ছিঁড়েছে তোমার শেষ চিঠিটা
অজানায় হারিয়েছে চিঠির কথা
কি করে জানাব বল
হয়নি জানা ছেঁড়া চিঠির কথা!
অজানা কতো প্রশ্ন ছিল
উত্তর তুমি পাওনি যার
সেই ক্ষোভে ভুলনা আমায়
এখনও আছি চিঠির প্রতীক্ষায়!
কি করে জানাব বল
হয়নি জানা ছেঁড়া চিঠির কথা!
বৃষ্টির জলে ভিজেছে
ছিঁড়েছে তোমার শেষ চিঠিটা
অজানায় হারিয়েছে চিঠির কথা!
বৃষ্টির জলে ভিজেছে
ছিঁড়েছে তোমার শেষ চিঠিটা
অজানায় হারিয়েছে চিঠির কথা!
কি করে জানাব বল
হয়নি জানা ছেঁড়া চিঠির কথা।
Brishti
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: দীর্ঘশ্বাস
No comments: