mon lage na (James) - মন লাগেনা ওরে মন লাগেনা বাংলা লিরিক্স
মন লাগেনা ওরে মন লাগেনা
এই শহরে আমার মন লাগেনা
এই শহর আমায় ভালবাসেনা
আমিও তারে ভালবাসিনা
সজনী চল যাইরে বনে
নাই প্রেম নাই মানুষের মনে…।
জায়গা নাই
যেখানে একটু বসে
প্রানের দুটো কথা বলি
উপায় দেখিনাতো তোরে নিয়ে
মনের খুশিতে চলি
সজনী চল যাইরে বনে
নাই প্রেম নাই মানুষের মনে…।
মনেতে সুখ নাইরে
ও সজনী
কেমন করে ভালবাসি
রাস্তাঘাটে চলার উপায় তো নাই
কান্না আসে তবু হাসি
সজনী চল যাইরে বনে
নাই প্রেম নাই মানুষের মনে…
Mon lage na
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: প্রতারণা
No comments: