Ads Top

phire ashbo (James) - ফিরে আসবো বাংলা লিরিক্স

আমি তোমার কাছেই ফিরে আসবো
তোমায় আবার ভালোবাসবো
তুমি কি ডাকবে মোরে
চেনা সে নামটি ধরে?
জীবনের এই পথ আঁকাবাঁকা হয় হোক
হোক না সে বন্ধুর
ঠিকানা লিখে যাক্ ওই দুটি কালো চোখ
এই প্রিয় বন্ধুর
চেনা সে নামটি ধরে তুমি কি ডাকবে মোরে?
তুমি দিলে সে-কথা পাখী নিয়ে গায়
আকাশের নীল স্বপ্নে আলো হ’য়ে যায় ;
পৃথিবীর যত সুখ যত কিছু ভালো তার
সব নিয়ে চলে যাই;
দু’জনার দুটি মন চিরতরে একাকার
এই শুধু বলে যাই!
চেনা সে- নামটি ধরে তুমি কি ডাকবে মোরে??

phire ashbo (James) - ফিরে আসবো বাংলা লিরিক্স

phire ashbo banglay ফিরে আসবো বাংলায়
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: দেনা পাওনা

No comments:

Powered by Blogger.