pagli (James) - হে হে পাগলী বাংলা লিরিক্স
হে হে পাগলী
তুমিও কি মিথ্যেবাদী
কথা দিয়েও কথা রাখনি (২)
তোমাকে সত্য জেনে ভুলেছিলাম
তোমাকে সত্য জেনে ভুলেছিলাম…
এই বুক কাঁদে ব্যথার বাঁশি
বেঁচে থাকার স্বপ্ন কাঁদে
সত্য হারানো মিথ্যের মাঝে সব হারাবে
আমি বিশ্বাস করবো কাকে?
এই চোখে আমার বিশ্বাস নেই
কি করে তোমায় বিশ্বাস করি
তোমার মত নিঃশ্বাস ও একদিন হারিয়ে যাবে
আমি বিশ্বাস করবো কাকে?
হে হে পাগলী
তুমিও কি মিথ্যেবাদী
কথা দিয়েও কথা রাখনি (২)
তোমাকে সত্য জেনে ভুলেছিলাম
তোমাকে সত্য জেনে ভুলেছিলাম…
Pagli
শিল্পীঃ জেমস (ফিলিংস)
অ্যালবামঃ ক্যাপসুল ৫০০ মিলিগ্রাম (মিক্সড অ্যালবাম: দেনা পাওনা)
সুরকার: জেমস
গীতিকারঃ দেহলভী
No comments: