rasta ghat (James) - রাস্তাঘাট দেইখা চলিস বাংলা লিরিক্স
রাস্তাঘাট দেইখা চলিস
সময় ভাল না,
প্রেমের হাওয়ায় বাজার গরম
আমায় ভুলিসনা!
আমায় ভুলিসনারে সখি
আমায় ভুলিসনা!!
চলার সময় স্মরন করিস
মন মানুষের কথা,
তোর যদি হয় কিছু বন্ধু
কেমনে সইবো ব্যথা!
সইতে পারবো নারে সখি
সইতে পারবো না!!
রাজনীতিতে চলে বন্ধু
হরতাল আর মিছিল,
কেউ যেন না ভাঙ্গতে পারে
তোমার-আমার মিল!
বাঁচতে পারবো নারে সখি
বাঁচতে পারবো না!
আমায় ভুলিসনা!!
রাস্তাঘাট দেইখা চলিস
সময় ভাল না,
প্রেমের হাওয়ায় বাজার গরম
আমায় ভুলিসনা!
Rasta ghat
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: আমায় ভুলিসনা
No comments: