chakri (James) - হিসেবের খাতা খুলে বসে থাকি বাংলা লিরিক্স
হিসেবের খাতা খুলে
বসে থাকি মন ভুলে
কখন যে মাসটা ফুরায়।
দিনে দিনে মাস গেলে
বেতন পকেটে এলে
আমারও যে প্রাণটা জুরায়।
হিসেবের খাতা খুলে
বসে থাকি মন ভুলে
কখন যে মাসটা ফুরায়।
দিনে দিনে মাস গেলে
বেতন পকেটে এলে
আমারও যে প্রাণটা জুরায়।
একদিন মনে পড়ে
মাস মাস পার করে
কীভাবে দৈন্যহারা।
এভাবে বছর গেলে
জীবন পিছনে ফেলে
আমারও যে আয়ু কমে যায়।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
জীবনের সংসারে চাকরিটা বড়
তাই এই কাজে ঐ কাজে ছোটা।
সংসার চাহিদায় নেই কোনও শেষ
আর প্রয়োজন থাকে এটা ওটা।
জীবনের সংসারে চাকরিটা বড়
তাই এই কাজে ঐ কাজে ছোটা।
সংসার চাহিদায় নেই কোনও শেষ
আর প্রয়োজন থাকে এটা ওটা।
একদিন মনে পড়ে
মাস মাস পার করে
কীভাবে দৈন্যহারা।
এভাবে বছর গেলে
জীবন পিছনে ফেলে
আমারও যে আয়ু কমে যায়।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
একদিন মনে পড়ে
মাস মাস পার করে
কীভাবে দৈন্যহারা।
এভাবে বছর গেলে
জীবন পিছনে ফেলে
আমারও যে আয়ু কমে যায়।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
হায় জীবন তুই কি কেবল যন্ত্রণা?
লাগে না কিচ্ছু ভাল লাগে না।
chakri
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: মাটি
No comments: