nondini (James) - নন্দিনী নন্দিনী বাংলা লিরিক্স
নন্দিনী নন্দিনী
নাগরিক নন্দিনী
কাহার কথায় চল
তুমি কার ঘরে বন্দিনী
নিদ্রাতে আচ্ছন্ন সেই
গাঁওগ্রামের কিশোরী
এখন সে আর করেনা ছুটোছুটি
ফুল পাখী নিয়ে বাড়াবাড়ি
এখন সে সোনারগাঁ- শেরাটনে
বড় বড় পার্টিতে যায়
এখন সে বারিধারা গুলশানে
বি এম ডাব্লু হাকায়
নন্দিনী নন্দিনী
নাগরিক নন্দিনী
কাহার কথায় চল
তুমি কার ঘরে বন্দিনী
সান্ধ্য সমীরনে
কি ভাবে মনে মনে
আকাশ ছোঁয়া ঘরে বসে
পিতজা আলোড়নে
স্মৃতির পিছুটানে
আমাকে কি ভেবে ভেবে হাসে
নন্দিনী নন্দিনী
নাগরিক নন্দিনী
কাহার কথায় চল
তুমি কার ঘরে বন্দিনী
nondini
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: দীর্ঘশ্বাস
কথা ও সুরঃ প্রিন্স মাহমুদ
সংগীতঃ টিংকু আজিজুর রহমান
No comments: