Ads Top

chutto kichu asha (James) - ছোট কিছু আশা

একটি নদীর দুইটি কুল
দুইটি মনের দুইটি ভুল
ভালবেসে হতেই পারে
একটি প্রেমের রঙিন ফুল।
একটি নদীর দুইটি কুল
দুইটি মনের দুইটি ভুল
ভালবেসে হতেই পারে
একটি প্রেমের রঙিন ফুল।
ছোট ছোট কিছু কথা
ছোট ছোট কিছু আশা
সুখের ঘরে ভিড় করে
ছোট ছোট ভালবাসা
ভালবাসা
ছোট ছোট কিছু ভুল
ছোট ছোট ভালবাসা…।
দুজন মোরা দুইজনা
দুইয়ে মিলে একাকার
দুঃখ যদি আসে কভু
কেউ হবোনা কারো পর
কারো পর
যতন করে রেখ সখি
সেই প্রেমের ফুল।
একটি নদীর দুইটি কুল
দুইটি মনের দুইটি ভুল
ভালবেসে হতেই পারে
একটি প্রেমের রঙিন ফুল।



chutto kichu asha (James) - ছোট কিছু আশা

chutto kichu asha
শিল্পীঃ জেমস
অ্যালবাম: দুষ্ট ছেলের দল

No comments:

Powered by Blogger.