Ads Top

gotiraj (James) - গতিহারাকে গতি দাও

গতিহারাকে গতি দাও...!!
গতি লুকানো গতির আড়ালে,
থেমে থাকে না কিছু সবই চলে!
রবি-ছবি সবই ঘোরে,
রাজার উপড়ে রাজ গতিরাজ!
বেগতিকে গতি দেবে আজ গতিরাজ, অগতিকে গতি দেবে আজ গতিরাজ।
লালগুটি ছুটে চলে রূপালী পথ ধরে
আলোর শিখা জ্বলে রুপের আড়ালে
আন্ধারে আন্ধার মানিক জ্বলে...!
সবই চলে...!
গতিরাজ...!
অগতিকে গতি দেবে আজ গতিরাজ।।
আন্ধারে আন্ধার!
নিভে থাকেনা কিছু,
সবই জ্বলে...
গতিরাজ...!
অগতিকে গতি দেবে আজ গতিরাজ!
বেগতিকে গতি দেবে আজ গতিরাজ!
গতিহারাকে গতি দাও...!


gotiraj (James) - গতিহারাকে গতি দাও

gotiraaj
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দুষ্টু ছেলের দল
সুরকারঃ জেমস
গীতিকারঃ জেমস বিশু শিকদার

No comments:

Powered by Blogger.