Ads Top

dukkho (James) - আগামীকাল আমার শততম দুঃখ বার্ষিকী

আগামীকাল আমার শততম দুঃখ বার্ষিকী
ও বন্ধু তুই জানিস নাকি
আগামীকাল আমার শততম দুঃখ বার্ষিকী
ও বন্ধু তুই জানিস নাকি
ঘুমপাড়ানি গানের মত
ইচ্ছে হলে আসতে পারিস
স্বপ্ন হয়ে ঘুমের ঘোরে
দুঃখ গুলকে তুই ছুতে পারিস
আগামীকাল আমার শততম দুঃখ বার্ষিকী
বয়সের ভারে নুয়ে পড়েছে আমার
প্রবীণ দুঃখ গুলো
বহু বছরের অবহেলায় ওদের বুকে জমেছে মেঘের ধুলো
বয়সের ভারে নুয়ে পড়েছে আমার
প্রবীণ দুঃখ গুলো
বহু বছরের অবহেলায় ওদের বুকে জমেছে মেঘের ধুলো
ঘুমপাড়ানি গানের মত
ইচ্ছে হলে আসতে পারিস
স্বপ্ন হয়ে ঘুমের ঘোরে
দুঃখ গুলকে তুই ছুতে পারিস
আগামীকাল আমার শততম দুঃখ বার্ষিকী
দুঃখ গুলোর দিকে তাকালে পরে বেড়ে যায় আমার মায়া
হাজার বছর বাচার শর্তে ওদের চোখে রোঁদের ছায়া
দুঃখ গুলোর দিকে তাকালে পরে বেড়ে যায় আমার মায়া
হাজার বছর বাচার শর্তে ওদের চোখে রোঁদের ছায়া…


dukkho (James) - আগামীকাল আমার শততম দুঃখ বার্ষিকী

dukkho barshiki
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: বৃহস্পতি

No comments:

Powered by Blogger.