doshta patha (James) - মোট দশটা পাতা বাংলা লিরিক্স
এই জীবনের খাতা
মোট দশটা পাতা
সেই খাতাতে লিখেছেন
আমাদের বিধাতা
এই জনমে তোমার সাথে
আমার জোড়ার কথা..।
রেখ তুমি কাজল করে
আমায় তোমার চোখে
রেখ তুমি আঁচল করে
আমায় তোমার বুকে
রেখ তুমি কাঁকন করে
নরম দুহাতে
রেখ তুমি মনি করে
তোমার আখিপাতে..।
রাখবো তোমায় গহীন কোনে
মনেরও ভেতরে
রাখবো তোমায় আদর ঘন
ঠিক বুকের ওপরে
রাখবো তোমায় শুধু আমার
চোখের তারা করে
রাখবো তোমায় বাহুতে এই
বেঁধে ফুলোদোরে..।
mut dosh ta khata
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: বাজনা
No comments: