Ads Top

january february (James) - জানুয়ারী ফেব্রুয়ারী বাংলা লিরিক্স

জানুয়ারী ফেব্রুয়ারী
তোমার আমার ছাড়াছাড়ি।।
কন্যা পাইছে সুখের খনি দক্ষিণেতে বাস।।
সব মাসই তার ফাগুন মাস আমার সর্বনাশ।।
জানুয়ারী ফেব্রুয়ারী
তোমার আমার ছাড়াছাড়ি।
কন্যা দেখে রঙ্গিন স্বপন
লাগছে চোখে ঘোর
আমার স্বপ্ন সাদাকালো
কষ্টেতে বিভোর
কখন জানি লাগে লাগে আমার দীর্ঘশ্বাস।।
সব মাসই তার ফাগুন মাস আমার সর্বনাশ।।
জানুয়ারী ফেব্রুয়ারী
আমার তোমার ছাড়াছাড়ি।
দক্ষিণেতে থাকে কন্যা
উথাল করে সুখ
থাকো কন্যা সুখে থাকো
আমার মন জ্বলুক
কখন জানি লাগে লাগে আমার দীর্ঘশ্বাস।।
সব মাসই তার ফাগুন মাস আমার সর্বনাশ।।

january february
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: বাজনা
january february (James) - জানুয়ারী ফেব্রুয়ারী বাংলা লিরিক্স

No comments:

Powered by Blogger.