ek ajla (James) - এক আঁজলা চোখের জল বাংলা লিরিক্স
ছলাত ছলাত চোখেরে বন্ধু
অশ্রু কি আর ধরে
সেতো ঝরনা হয়ে ঝরে গিয়ে
নদী হয়ে যায় যে বয়ে
সমুদ্দুরে
ও কে আছিস
রাখনা ধরে তারে
দুহাতের মাঝে
এক আজলা ভরে…।
ও আমি চেয়েছিলাম
রাখবো ধরে তারে
চোখের কোণে আদর করে
সারাটি জনম ধরে
ও কে আছিস
রাখনা ধরে তারে
দুহাতের মাঝে
এক আজলা ভরে…।
ও আমি ভেবেছিলাম
বাঁধবো বুকে তারে
খুব যতনে সংগোপনে
সারাটি জনম ধরে
ও কে আছিস
রাখনা ধরে তারে
দুহাতের মাঝে
এক আজলা ভরে…।
Ek ajla
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: দিওয়ানা মাস্তানা
No comments: