nodi (James) - ভুলে যাও,আমাকে নদী বাংলা লিরিক্স
ভুলে যাও,আমাকে নদী
জলে ভাসা,পূজোর ফুল ভেবে
একা একা,ভেসে যাব আমি
ঢেউয়ের আঘাত বুকে নিয়ে
ও নদী ভুলে যাও পূজোর ভেবে
সুখ নিয়ে বয়ে যাও অন্য বুকে
ভুলে যাও,আমাকে নদী
জলে ভাসা,পূজোর ফুল ভেবে
একা একা,ভেসে যাব আমি
ঢেউয়ের,আঘাত,বুকে নিয়ে
আপোষের কারনে হয়তো
একটি পাতায় ভেসে থাকা যায়
একি সাথে,ভেসে থাকা
মানে এক হয়ে যাওয়া নয়
আপোষের কারনে হয়তো
একটি পাতায় ভেসে থাকা যায়
একি সাথে, ভেসে থাকা
মানে এক হয়ে যাওয়া নয়
ও নদী ভুলে যাও, পুজোর ফুল ভেবে
সুখ নিয়ে বয়ে যাও অন্য বুকে
ভুলে যাও,আমাকে নদী
জলে ভাসা,পুজোর ফুল ভেবে
একা একা ভেসে যাব আমি
ঢেউয়ের আঘাত বুকে নিয়ে
পাশা পাশি থাকার কারণে
হয়তো কিছু মায়া হয়ে যায়
ভালোবাসা আর মায়া
কখনোই একি পাওয়া নয়
পাশা পাশি থাকার কারণে
হয়তো কিছু মায়া হয়ে যায়
ভালোবাসা আর মায়া
কখনোই একি পাওয়া নয়
ও নদী ভুলে যাও, পুজোর ফুল ভেবে
সুখ নিয়ে বয়ে যাও অন্য বুকে
ভুলে যাও,আমাকে নদী
জলে ভাসা,পুজোর ফুল ভেবে
একা একা,ভেসে যাব আমি
ঢেউয়ের আঘাত বুকে নিয়ে
ও নদী ভুলে যাও পূজর ভেবে
সুখ নিয়ে ভয়ে যাও অন্য বুকে
ভুলে যাও,আমাকে নদী
জলে ভাসা,পুজোর ফুল ভেবে
একা একা,ভেসে যাব আমি
ঢেউয়ের আঘাত বুকে নিয়ে
Nodi
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: পাগলা হাওয়া
No comments: