Ads Top

juari (James) - আমি তোমার প্রেম জুয়াতে বাংলা লিরিক্স

আমি তোমার প্রেম জুয়াতে
হলাম জুয়াড়ি হলাম ফেরারি
তুমি তখন অন্য সুখে
হাত বাড়ালে নারী
ও ও দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের সেই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চাই যে তোমায়
নাইরে নাইরে সাহেব নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে সাহেব নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
এখন আমার স্বপ্নগুলো বন্দী সারাদিন
ভালোবাসায় ঘুন ধরেছে মন যে বড় উদাসীন
ও ও দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের সেই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চাই যে তোমায়
নাইরে নাইরে সাহেব নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে সাহেব নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
আমি তোমার প্রেম জুয়াতে
হলাম জুয়াড়ি হলাম ফেরারি
তুমি তখন অন্য সুখে
হাত বাড়ালে নারী
দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের সেই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চাই যে তোমায়
নাইরে নাইরে সাহেব নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে সাহেব নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে
তোমার প্রেম জুয়াতে সব হারালাম



juari (James) - আমি তোমার প্রেম জুয়াতে বাংলা লিরিক্স

juari
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: পাগলা হাওয়া

Ami tomar prem juate
Holam juari, holam ferari.
Tumi tokhon onno sukhe
Hat barale nari.
Din bodoler ei duniyay
Nodir sovabe nodi
Jay boye jay.
Hat bodoler ei premer khelay
Amar sovabe ami
Chai j tomay.
Naire naire saheb
Naire golam
Tomar prem juate
Sob haralam.
Ekhon amar shopnogulo
Bondi saradin.
Valobashay ghun dhoreshe
Mon je amar boro udashin.

No comments:

Powered by Blogger.