prem jomunar jole (James) - প্রেম ঝমুনার জলে বাংলা লিরিক্স
আমি ভাসবো যেই স্রোতে
তোমায় ভাসাবো সেই স্রোতে
আমি ডুববো যে জলে তোমায় ডোবাবো সেই জলে
আমি ভাসবো যেই স্রোতে
তোমায় ভাসাবো সেই স্রোতে
ডুববো যে জলে তোমায় ডোবাবো সেই জলে
একটি নাওয়ে দুটি পাখি প্রেম যমুনার কূলে
হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যাথা ভুলে
একটি নাওয়ে দুটি পাখি প্রেম যমুনার কূলে
হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যাথা ভুলে
পুড়ব যে আগুনে তুমি পুড়বে সেই আগুনে
আমি উড়বো যে বাতাসে তুমি উরবে সে বাতাসে
একটি নাওয়ে দুটি পাখি প্রেম যমুনার কূলে
হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যাথা ভুলে
একটি নাওয়ে দুটি পাখি প্রেম যমুনার কূলে
হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যাথা ভুলে
ভাসবো, ডুববো,স্রোতে স্রোতে, জলে জলে
যে স্বপ্ন দেখব আমি সেই স্বপ্ন দেখবে তুমি
যে ঘর বাঁধবো আমি সেই ঘরে থাকবে তুমি
আমি কাঁদবো যে দুঃখে
তোমায় কাঁদাবো সেই দুঃখে
আমি হাসবো যে সুখে তোমায় হাঁসাবো সেই সুখে
একটি নাওয়ে দুটি পাখি প্রেম যমুনার কূলে
হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যাথা ভুলে
একটি নাওয়ে দুটি পাখি প্রেম যমুনার কূলে
হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যাথা ভুলে
আমি ভাসবো যেই স্রোতে
তোমায় ভাসাবো সেই স্রোতে
আমি ডুববো যে জলে তোমায় ডোবাবো সেই জলে
হায়রে ডুববো যে জলে তোমায় ডোবাবো সেই জলে
ভাসবো যে স্রোতে তোমায় ভাসাবো সেই স্রোতে
একটি নাওয়ে দুটি পাখি প্রেম যমুনার কূলে
হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যাথা ভুলে
একটি নাওয়ে দুটি পাখি প্রেম যমুনার কূলে
হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যাথা ভুলে
প্রেম যমুনার কূলে কূলে
হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যাথা ভুলে
prem jomunar jole
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: পাগলা হাওয়া
Ami bhashbo je srote
Tomae bhashabo shei srote
Ami dubbo je jole
Tomae dobabo shei jole ||
Ekti nao-e duti pakhi
Prem jomunar kule
Haowae haowae urbo dujon
Dukkho betha bhule ||
Purbo je agune
Tumi purbe shei agune
Ami urbo je batashe
Tumi urbe shei bathashe.
Ekti nao-e duti pakhi
Prem jomunar kule
Haowae haowae urbo dujon
Dukkho betha bhule ||
Bhashbo, dhukbo, srote srote, jole jole.
Je shopno dekhbo ami
Shei shopno dekhbe tumi
Je ghor badhbo ami
Shei ghore thakbe tumi
Ami kadbo je dukhe
Tomae kadabo shei dukhe
Ami hashbo je shukhe
Tomae hashabo shei shukhe
Ekti nao-e duti pakhi
Prem jomunar kule
Haowae haowae urbo dujon
Dukkho betha bhule ||
No comments: