Ads Top

ja kichu bujecho tumi - যা কিছু বুঝেছ তুমি

যা কিছু বুঝেছ তুমি
প্রেমের শুরু তাহারপর,
যা কিছু জেনেছ তুমি
তাহার উপরে থাকেন ঈশ্বর।
যা কিছু হয়েছে সারা
যেন তাম হয়নি হারা,
ভাটার পরেই আসে
নদীর বুকে সেই জোয়ার।
ভাটার পরেই আসে
নদীর বুকে সেই জোয়ার।
যা কিছু চেয়েছ তুমি
আপন মনের টানে,
যা কিছু দেখেছ তুমি
নীল দুটি নয়নে।
যা কিছু পরেছে পিছে
যেন তাম হয়নি মিছে,
ভাটার পরেই আসে
নদীর বুকে সেই জোয়ার।
ওরে ভাটার পরেই আসে
নদীর বুকে সেই জোয়ার।
যে জন দিয়েছে ফঁাকি
যেন তাহারও রয়েছে বাকি,
শুভদিনের শুভস্বপ্নে, মাতো সবাই নতুন নতুন ঘর
আর নিরাশার পরেই শুরু নতুন আশার,
ভাটার পরেই আসে
নদীর বুকে সেই জোয়ার।
ওরে ভাটার পরেই আসে
নদীর বুকে সেই জোয়ার।
যা কিছু বুঝেছ তুমি
প্রেমের শুরু তাহারপর,
যা কিছু জেনেছ তুমি
তাহার উপরে থাকেন ঈশ্বর।
যা কিছু হয়েছে সারা
যেন তাম হয়নি হারা,
ভাটার পরেই আসে
নদীর বুকে সেই জোয়ার।
ওরে ভাটার পরেই আসে
নদীর বুকে সেই জোয়ার।

ja kichu bujecho tumi - যা কিছু বুঝেছ তুমি

ja kichu bujecho tumi
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: আমি তোমাদেরই লোক

No comments:

Powered by Blogger.