tumay peye - তুমি মেঘপাড়ায় লুকিয়ে থাকা শান্ত বিকেলের রোদ ছিলে
তুমি মেঘপাড়ায় লুকিয়ে থাকা শান্ত বিকেলের রোদ ছিলে।
তুমি বৃষ্টি রাতের শীতল হাওয়ায় কাঁথা জড়ানো স্বপ্ন ছিলে।
তুমি ছিলে আমার, যতনে রাখা মায়াবি অণুভব...
তোমায় পেয়ে পূর্ণ হলো এলোমেলো সব কবিতা,
ভাবনারা সব তোমায় নিয়ে আদরে আছে সেই স্মৃতিটা। । ।
হয়তো কোন ভোর আলো হবে, তোমার ঘরে আলো ছড়াবে।
তবুও তুমি আঁধারের আলো হয়ে রবে আমার সবটা জুড়ে...
বলো কেন লুকিয়ে তুমি মিথ্যে মায়ায় জড়িয়ে,
কেনো আড়ালে স্বপ্ন আমার হারিয়ে আজ মেঘ সুদূরে। । ।
কোন সপনে আজ তুমি হাটো,
কোন রঙে জীবন আঁকো।
একবার ফিরে দেখো আমায়, দাঁড়িয়ে আছি আজো তোমার অপেক্ষায়...
বলো কেন লুকিয়ে তুমি মিথ্যে মায়ায় জড়িয়ে,
কেনো আড়ালে স্বপ্ন আমার হারিয়ে আজ মেঘ সুদূরে। । ।
tumay peye
শিল্পীঃ জ়েমস
তোমায় পেয়ে (নাটক এখনো আমি)
সুর: সাজিত এফ টি শাওন গানওয়ালা Sajid ft. Shawon Gaanwala
No comments: