joy torun er joy - জয় তরুণের জয়
শুধু ভালবাসাটুকু থাক আর সব মুছে যাক।।
পৃথিবীর পথে পথে আমরাই যাবো লিখে,
আগুনের ফুলকি দিয়ে নতুনের গান।
জয় তরুণের জয়
জয় তরুণের জয়
জয় তরুণের জয়
জয় তরুণের জয়
তোমাদের কাছে এসে,
যা পেয়েছি ভালবেসে,
সেইটুকু সুখ শুধু থাক।
জয় তরুণের জয়
জয় তরুণের জয়
জয় তরুণের জয়
জয় তরুণের জয়
যতদিন বেঁচে আছি,
তোমাদের পাশে আছি,
সুখে-দুখে এক সাথে থাকবো মিশে।
জয় তরুণের জয়
জয় তরুণের জয়
জয় তরুণের জয়
জয় তরুণের জয়
শুধু ভালবাসাটুকু থাক আর সব মুছে যাক।।
পৃথিবীর পথে পথে আমরাই যাবো লিখে,
আগুনের ফুলকি দিয়ে নতুনের গান।
জয় তরুণের জয়
জয় তরুণের জয়
জয় তরুণের জয়
জয় তরুণের জয়
joy torun er joy
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দুষ্টু ছেলের দল
সুরকারঃ জেমস
গীতিকারঃ জেমস, বিশু শিকদার
No comments: