kichui pelam na - কিছুই পেলাম না জ়েমস বাংলা লিরিক্স
জীবনে জীবনে জীবনে জীবনে সালার
কিছুই পেলাম না!!
জীবনে জীবনে জীবনে জীবনে সালার
কিছুই পেলাম না!!
না ভালবাসা
না প্রেম
না আশ্রয়
না ঠিকানা
দুখের দহনে, বিষাদ ছোবলে
হয়ে গেছি আমি ছারখার
এই জীবনে কিছুই পেলাম না
পেলাম শুধু নিঠুর ছলনা।
বিষের বাতাসে, চরম আঘাতে
হয়ে গেছি আমি পাংশু
অন্ধকারে পরে আছি আমি
দুচোখ বেয়ে ঝরে করুণ কান্না।
জীবনে জীবনে জীবনে জীবনে সালার
কিছুই পেলাম না!!
জীবনে জীবনে জীবনে জীবনে সালার
কিছুই পেলাম না!!
না প্রেম
না ভালবাসা
না আশ্রয়
না ঠিকানা
kichui pelam na
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দুষ্টু ছেলের দল
সুরকারঃ জেমস
গীতিকারঃ জেমস বিশু শিকদার
No comments: