ma o mati (James) - মা ও মাটি বাংলা লিরিক্স
(যুদ্ধ শেষে যুদ্ধের ময়দান থেকে আরেক যুদ্ধে যাত্রার সময় সহযোদ্ধার দিকে চেয়ে এক যোদ্ধা ‘’শেখর’’ এর প্রতি এই দৃঢ়, ব্যথিত, অমোঘ উচ্চারণ‘’ বেঁচে থাকলে দেখা হবে, মরে গেলে আর দেখা হবে না’’। ঘটনাটি শুনেছিলাম নড়াইলের মফিজের মুখে। – জেমস)
বেঁচে থাকলে দেখা হবে বন্ধুরা।
যদি একই পথে থাকি।
রাতের আঁধারে দেখা হবে
রাইফেল হাতে মুখোমুখি।
যদি ঝরে যাই, যদি ভেসে যাই
তবু বলে যাই, মনে রেখো ভাই
মনে রেখো এই আমাকে, মনে রেখো ভাই
তোমাদের চোখে, চেয়ে আছে
এই মা, ও মাটি, ও ভাই।।
ma o mati
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দুষ্টু ছেলের দল
সুরকারঃ জেমস
গীতিকারঃ জেমস ও বিশু সিকদার
No comments: