Ads Top

kal jomuna (James) - কাল যমুনা

সখি যমুনায় জল আনতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে
ফাক পেলে সে ছাড়বেনা
যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে…।
কালার হাতে মোহন বাশি
কানে গোজা জবার ফুল
তাহার বাশির সুরে হায়রে
পাগল যত নারী কূল
সখি যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে…।
সখির আশায় বিভোর কালা
ছেড়ে এসে বিন্দাবন
বসে আছে প্রেম যমুনায়
কখন সখি করবে ভুল
সখি যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে…।

kal jomuna (James) - কাল যমুনা

kal jomuna
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: কাল যমুনা

No comments:

Powered by Blogger.