luke bole (James) - লোকে বলে
হাটের লোকে কি কথা কয়, মাঠের লোকে কি কথা কয়
মনের মানুষ কি কথা কয়, সারারাত্রি ধরে
কত জনে কতো কথা বলে
যার যে পথে ভাললাগে, সেই সে পথে চলে
লোকের কথায় মন দিওনা, লোকে কি না বলে
(লোকে বলে প্রেম আর, আমি বলি সাধনা) ||
প্রেমই রতন প্রেমই কাঞ্চন, প্রেমতো গলার মালা
প্রেমই দুঃখ প্রেমই সুখ, প্রেমে বড় জ্বালা
প্রেমপাস হাতে পেলে যেতে হবে সকল ভুলে, সকল ফেলে
নয়ন মেলিয়া দেখ আলোর আলো ও জগত রঙ্গিলা হলো
জগত রঙ্গিলা হলো ও জগত রঙ্গিলা হলো
(লোকে বলে প্রেম আর, আমি বলি সাধনা) ||
আমি বলি সাধনা, আমি বলি সাধনা
লোকে বলে প্রেম আর, আমি বলি সাধনা
luke bole
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: জনতা এক্সপ্রেস
No comments: