Ads Top

kun fule (James) - কোন্ ফুলে দেব পুজো তোমায় বাংলা লিরিক্স

আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না
আমি কোন ফুলে তোমায় দেবো পুজো
জবা ফুলের দেহ রাঙ্গা লাল
তোমার অধর অধিক লাল
তোমার পায়ের আলতার পাশে
জবা শোভা পায় না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
গাঁদা ফুলের রঙ হলুদ বরণ
তোমার দেহ করলো হরণ
কাঁচা হলুদ রঙ গায়ের পাশে
গাঁদা মনে ধরে না না
আমি…

kun fule (James) - কোন্ ফুলে দেব পুজো তোমায় বাংলা লিরিক্স

kun fule debo tumay
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: আঁচল

No comments:

Powered by Blogger.