rakheni amay (James) - রাখেনি আমায় কেউ বাংলা লিরিক্স
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে মুড়ে
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে মুড়ে
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে মুড়ে
কেউ দেখেনি, কেউ দেখেনি
আমার চোখে জল
তুইতো প্রথম বলেছিলি
কষ্টে ভাসি চল
দেখেনি কেউ আমার চোখে জল
তুইতো প্রথম বলেছিলি
কষ্টে ভাসি চল
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে মুড়ে
কেউ ছোঁয়নি আমার বুকের ব্যথা
আরে তুইতো প্রথম ছুঁয়েছিলি
দিয়ে মুখের কথা
কেউ ছোঁয়নি আমার বুকের ব্যথা
আরে তুইতো প্রথম ছুঁয়েছিলি
দিয়ে মুখের কথা
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে মুড়ে
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে মুড়ে
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে মুড়ে
Rakheni amay kew
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: আঁচল
No comments: