joler kule (James) - জলের কোলে কার ছায়া বাংলা লিরিক্স
জলের কোলে কার ছায়াচেনা চেনা লাগে,
বন্ধু আমার স্নান করেছে
খানিক সময় আগে!
এই জলের ঢেউ শ্যাওলা পাতা
কেমন তোরা রে?
বন্ধু কখন চলে গেলো
খবর দিলিনে।
আমি সারাটাদিন জলেই থাকি
ছিপটি হাতে,
বন্ধু আমার কখন যেন
নেমে আসে জলে!
এই জলের ঢেউ শ্যাওলা পাতা
কেমন তোরা রে?
বন্ধু কখন চলে গেলো
খবর দিলিনে।
আমি সারাটা রাত জলেই থাকি
ঢেউ গোনার ছলে,
আরে বন্ধু আমার কখন যেন
নেমে আসে জলে!
এই জলের ঢেউ শ্যাওলা পাতা
কেমন তোরা রে?
বন্ধু কখন চলে গেল
খবর দিলিনে।
জলের কোলে কার ছায়া
চেনা চেনা লাগে,
বন্ধু আমার স্নান করেছে
খানিক সময় আগে!
এই জলের ঢেউ শ্যাওলা পাতা
কেমন তোরা রে?
বন্ধু কখন চলে গেলো
খবর দিলিনে।
joler kule
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: আঁচল
No comments: