rajkumari (James) - আমার স্বপ্নে দেখা রাজকুমারী বাংলা লিরিক্স
প্রেম আমার প্রথম দিনের আলো
শেষ বিকেলের পথ
প্রেম আমার স্বপ্নে দেখা রাজকুমারী
তেপান্তরের মাঠ
প্রেম যেন স্বপ্নে পাওয়া তুমি
প্রেম যেন স্বপ্নে দেখা তুমি
প্রেম ও প্রেম।
প্রেম আমার মনের মাঝে
মানষিক সংঘাত
নবাগত কষ্ট নিয়ে
নিঝুম কালো রাত
প্রেম যেন স্বপ্নে পাওয়া তুমি
প্রেম যেন স্বপ্নে দেখা তুমি
প্রেম ও প্রেম।
প্রেম আমার শীতল সময়
যুদ্ধ জয়ী মন
নিত্য নতুন চিঠির পাতায়
সুখের আয়োজন
প্রেম যেন স্বপ্নে পাওয়া তুমি
প্রেম যেন স্বপ্নে দেখা তুমি
প্রেম ও প্রেম।
Rajkumari
শিল্পীঃ জ়েমস
No comments: