rajkumari (James) - আমার মনের রাজ্যে ছিল এক রাজকুমারী
আমার মনের রাজ্যে ছিল এক এমন রাজকুমারী,
তারে ভালবেসে দিয়েছিলাম যা ছিল আমারি।
আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা,
ভাগ করিয়া নিতাম দুইজন দুঃখ কষ্ট ব্যাথা।
আমি শুধু ছিলাম যে তার প্রেমেরই পুজারী,
তার ভালবাসা করলো আমায় পথেরই ভিখারী।
তারে কত ভালবাসি, জানে না রে জগতবাসী, জানে অন্তর্যামী।
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি।
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি।।
আমার রাজপ্রাসাদের অন্দরঘরে থাকতো রাজকুমারী,
চতুর্দিকে পাহারা দিত হাজারো প্রহরী।
মনের সিঙ্ঘাসনে বসে করতো রাজ্য শাসন,
মুগ্ধ হতাম শুনে তারই মিষ্টি মুখের ভাষন।
মনের রাণী ছিল সে যে আমি ছিলাম প্রজা,
মনটা যে তার পাষাণপুরী যায় নি তখন বোঝা।
আমার রাজ্য শূন্য করে, চলে গেছে বহুদূরে, পেয়ে মানুষ দামী।
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি।
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি।।
হায়রে এতটুকু সুখের অভাব প্রাসাদে ছিল না,
তবুও সে আমার সাথে করলো যে ছলনা।
একদিন আমি মনের ভুলে গিয়েছিলাম দূরে,
এসে দেখি প্রাসাদ আমার ছাই হয়েছে পুড়ে।
জানি না সে কোন সে রাজার হয়েছে রাজরাণী,
বড় বেশি সুখেসে নাই এতটুকুই জানি।
ভুল মানুষ ভালবেসে, জীবন আমার হলো শেষে, ধু ধু মরুভূমি।
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি।
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি।।
আমার মনের রাজ্যে ছিল এক এমন রাজকুমারী,
তারে ভালবেসে দিয়েছিলাম যা ছিল আমারি।
আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা,
ভাগ করিয়া নিতাম দুইজন দুঃখ কষ্ট ব্যাথা।
আমি শুধু ছিলাম যে তার প্রেমেরই পুজারী,
তার ভালবাসা করলো আমায় পথেরই ভিখারী।
তারে কত ভালবাসি, জানে না রে জগতবাসী, জানে অন্তর্যামী।
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি।
যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি।।
rajkumari
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: বারো মাস
No comments: