Ads Top

likhe naw (James) - লিখে নাও তুমি স্মৃতির পৃষ্ঠাজুড়ে বাংলা লিরিক্স

লিখে নাও
তুমি স্মৃতির পৃষ্ঠাজুড়ে আজকের দিনটাকে
লিখে নাও
তুমি অনুভূতিতে গভীরতায় আমাকে
বিদায়ী
এই সময়কে অশ্রু সিক্ত করা নয়
গোলাপের সুবাসিত ঘ্রানে হোক সে আনন্দময়
আমি চন্দ্র তুমি তারা
আমি নদী তুমি ধারা
করোনাকো বিদায়লগ্ন বেদনাময়
বন্ধু এ দেখাই শেষ দেখা নয়
আবার দেখা হবে নিশ্চয়
বন্ধু এ দেখাই শেষ দেখা নয়
আবার দেখা হবে নিশ্চয়
বিষন্ন বিকালে আমায় যদি মনে পড়ে
প্রকৃতির মাঝে তুমি খুজে নিও আমাকে
ভাবনাতে আমার হৃদয় একাকার হলে
উপলদ্ধি করো মেঘের আঁচলে
আমি চন্দ্র তুমি তারা আমি নদী তুমি ধারা
করোনাকো বিদায় লগ্ন বেদনাময়
বন্ধু এ দেখাই শেষ দেখা নয়
আবার দেখা হবে নিশ্চয়
বন্ধু এ দেখাই শেষ দেখা নয়
আবার দেখা হবে নিশ্চয়
লিখে নাও
তুমি স্মৃতির পৃষ্ঠাজুড়ে আজকের দিনটাকে
লিখে নাও
তুমি অনুভূতিতে গভীরতায় আমাকে
বিদায়ী
এই সময়কে অশ্রু সিক্ত করা নয়
গোলাপের সুবাসিত ঘ্রানে হোক সে আনন্দময়
আমি চন্দ্র তুমি তারা
আমি নদী তুমি ধারা
করোনাকো বিদায়লগ্ন বেদনাময়
বন্ধু এ দেখাই শেষ দেখা নয়
আবার দেখা হবে নিশ্চয়
বন্ধু এ দেখাই শেষ দেখা নয়
আবার দেখা হবে নিশ্চয়
বন্ধু এ দেখাই শেষ দেখা নয়
আবার দেখা হবে নিশ্চয়
আবার দেখা হবে নিশ্চয়
আবার দেখা হবে নিশ্চয়

likhe naw (James) - লিখে নাও তুমি স্মৃতির পৃষ্ঠাজুড়ে বাংলা লিরিক্স

Likhe naw
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: বারো মাস

No comments:

Powered by Blogger.