Ads Top

leader ashche (James) - লিডার আসছে

বলগা থেকে রাইন ইরান থেকে প্যালেস্টাইন শান্তির পতাকা উড়বে আবার ঘরে বলগা থেকে রাইন. ইরান থেকে প্যালেস্টাইন, শান্তির পতাকা উড়বে আবার ঘরে ঘরে।
হুসেল বাঁজিয়ে জানান দিয়ে, ভালবাসার জানান দিয়ে লিডার আসছে হুসেল বাঁজিয়ে জানান দিয়ে, ভালবাসার জানান দিয়ে লিডার আসহুসেল বাঁজিয়ে জানান দিয়ে, ভালবাসার জানান দিয়ে লিডার আসছে হুসেল বাঁজিয়ে জানান দিয়ে, ভালবাসার জানান দিয়ে লিডার আসছে।
বুঁনো পথ বুঁনো হাওয়া. লাল নিশান উড়িয়ে,
মেঠো পথে মাঠে ঘাটে ধুলো ধুলো উড়িয়ে, লিডার আসছে।
দিকে দিকে পড়েগেছে সাড়া,, জেগে উঠেছে শহর. বন্দর পাড়া, কুয়াশার জাল ছিদ্র করে বিদ্রহী সূর্যটা উঠেছে জ্বলদিকে দিকে পড়ে


leader ashche (James) - লিডার আসছে
leader ashche
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: জনতা এক্সপ্রেস

No comments:

Powered by Blogger.