Ads Top

pura chukhe (James) - পোড়া চোখে

পোড়া চোখে ঘুম আসেনা
কিছুতেই মন বসেনা!
যতোদূর চোখ যায়
ততদূর দেখি বাংলার রূপ!
চারিদিকে দেখি ভূবন
বাংলার সবুজ আঁচল!
প্রাণে মনে বাতায়নে
বয়ে যায় ঝড় হাওয়া-
পর্দা উঠে দুলে
স্মৃতির দুয়ার খুলে
পরবাসে গেছে সুখ-
মনে পড়ে তোমার মুখ!
পোড়া চোখে ঘুম আসেনা
কিছুতেই মন বসেনা!
পোড়া চোখে ঘুম আসেনা
কিছুতেই মন বসেনা!
জ্বলে ওঠে দ্রুবতারা
মন আজ বাঁধনহারা
মন কেমন কেমন করে!
স্বপনে চয়নে মননে মননে-
লাগে স্বরণেরই দোলা
মন কেমন কেমন করে!
মন কেমন করে ন-য়-ন ভাসে
স্বজল অশ্রু জলে-
পোড়া চোখে ঘুম আসেনা!
দেহে মনে অন্তরে বেদনা বাঁধে বাসা
মিথ্যে মিথ্যে ভালবাসা
মিথ্যে সকল আশা
আ হ্ হা হা হা---
পোড়া চোখে ঘুম আসেনা
কিছুতেই মন বসেনা!
পোড়া চোখে ঘুম আসেনা
কিছুতেই মন বসেনা!
না--- না না, না না, না-
ঘুম আসেনা!
ঘুম আসে না-
না--- না না, না না, না-

pura chukhe (James) - পোড়া চোখে

pura chukhe
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: জনতা এক্সপ্রেস

No comments:

Powered by Blogger.